গত এক সপ্তাহ ধরে অশান্ত ছিল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি। পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে শুরু হওয়া আন্দোলন দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। সাত দিন ধরে চলা সহিংসতায় নিহত হয়েছেন অন্তত তিন পাহাড়ি বাসিন্দা, আহত হয়েছেন সেনা সদস্যসহ অর্ধশতাধিক মানুষ। এই ঘটনার পেছনে ভারতের ‘ইন্ধন’ রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার দাবি, পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সারাদেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে, যার পেছনে রয়েছে বহিঃশক্তির মদদ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্টদের ইন্ধনে এই...