০৫ অক্টোবর ২০২৫, ০৪:২৯ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:২৯ এএম ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের নাটকীয় গোলে লিভারপুলকে হারিয়েছে চেলসি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ৯৬তম মিনিটে ব্রাজিলিয়ান উইংগার এস্তেভাও উইলিয়ানের গোলেই ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে এনজো মায়রেসকার দল। এক সপ্তাহে এটি লিভারপুলের টানা তৃতীয় হার। লিগে ক্রিস্টাল প্যালেসের পর তাদের এই হারের সুযোগে ওয়েস্ট হ্যামকে ২–০ গোলে হারানো আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল। ম্যাচে প্রথম ব্যবধান গড়ে দেন কাইসেদো। ডি বক্সের বাইর থেকে নেওয়া তাঁর দুর্দান্ত শটটি ঠেকানোর উপায় ছিল না লিভারপুলের গোলকিপার জর্জি মামারদাশভিলির কাছে। আর্নে স্লটের দলের একেবারে ঢিলেঢালা রক্ষণের সুযোগ নিয়ে বল পাঠিয়ে দেন ইকুয়েডারিয়ান মিডফিল্ডার। ম্যাচের নির্ণায়ক গোলটি আসে চেলসির বাম দিক থেকে। এনজো ফার্নান্দেজের পাসে বল পেয়ে নিখুঁত ক্রস দেন মার্ক কুকুরেয়া,...