০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪১ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪১ এএম লা লিগায় এক ম্যাচ বিরতির পর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে শাবি আলোনসোর দল। দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা। জোড়া গোলে ম্যাচের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে লিড এনে দেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। ভিয়ারিয়াল ব্যবধান কমানোর পর শেষ দিকে স্কোরশিটে নাম লেখান এমবাপে। ম্যাচের প্রথমার্ধে কিছুটা ম্লান থাকলেও বিরতির পরই বদলে যায় রিয়ালের চেহারা।রিয়াল ম্যাচে বল দখলে ছিল প্রায় ৭০ শতাংশ সময়। তারা ২৬টি শট নেয়, যার ৭টি ছিল লক্ষ্যে। ৪৭তম মিনিটে এমবাপের ফ্লিক থেকে বল পেয়ে দূরের পোস্ট লক্ষ্য করে শট নেন ভিনিসিউস। প্রতিপক্ষ...