০৫ অক্টোবর ২০২৫, ০৪:২৩ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:২৩ এএম সান্ডারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ পর আবার জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার (৪ অক্টোবর) প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোলটি করেন মাউন্ট। আর ৩১ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সেসকোর পা থেকে। এই জয়ে আপাতত অষ্টম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। সাত ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সান্ডারল্যান্ড। আগের রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে হারা ইউনাইটেড জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নেমে অষ্টম মিনিটে এগিয়ে যায়। ব্রায়ান এমবুমোর ক্রস বক্সে ডান পায়ে...