বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে হত্যাচেষ্টা করেছে, তবুও তিনি শেখ হাসিনার সঙ্গে আপস করেননি। তিনি দেশের মানুষ ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করে গেছেন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর (পশ্চিম) উপজেলা শ্রমিকদল এ আয়োজন করে। আবুল খায়ের ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতামলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জেল-জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। তারা বাড়িতে থাকতে পারেনি। খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন। আরও পড়ুনড. ইউনূসকে ‘অসুর’ বানিয়ে ভারত নিম্নরুচির পরিচয় দিয়েছে: রিজভীগোলাম আযম-নিজামীর পর টানা তৃতীয়বার আমির হচ্ছেন ডা. শফিকুর রহমান! তিনি আরও বলেন, একদল গ্রামে গ্রামে গিয়ে নারীদের ভুল বুঝায়। মিথ্যা তথ্য...