কিছু ছাত্র থাকে যাদের স্কুলের বার্ষিক পরীক্ষায় ভালো করতে দেখা গেলেও বোর্ড পরীক্ষায় তাদের আশানুরূপ ফল করতে দেখা যায় না। বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টিতে এ রকম একটা দলেই পরিণত হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সাফল্যের হার বেশ ভালো। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, এরপর আফগানিস্তান টানা ৪টা দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। কিন্তু সেই সাফল্যের ছাপ নেই এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্টে। ৬ ম্যাচ খেলে ৩ ম্যাচ জয় এশিয়া কাপে, পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রান তাড়া করে জেতাও সম্ভব হয়নি বাংলাদেশের। তাই বলা যায়, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ দিয়ে শুরু হলেও এই সংস্করণে বড় মঞ্চে জ্বলে ওঠার সামর্থ্য এখনো দেখাতে পারছে না বাংলাদেশ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বাজার আর খেলোয়াড়দের দেশ ছেড়ে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাকেই বেছে নেওয়ার মানসিকতার কারণে ক্রমশ আকর্ষণ হারাচ্ছে দ্বিপাক্ষিক...