ঘোষিত শীর্ষ সন্ত্রাসী ‘কিলার বাদল’ এর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা রুবেল (৩৫) এবং তার সহযোগী আল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় বসিলা আর্মি ক্যাম্পের একটি দল মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, মোল্লা রুবেল কিলার বাদলের আর্থিক লেনদেন এবং নেটওয়ার্কের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি কিলার বাদলের সঙ্গে যুক্ত বহু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া আল আমিনের বিরুদ্ধে বেশ কিছু চাঁদাবাজির অভিযোগ ও মামলা রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত উদ্ধার করা হয়েছে, যা কিলার বাদলের নেটওয়ার্কের বর্তমান অবস্থা এবং সদস্যদের শনাক্তকরণে সহায়ক হবে। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,...