ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর জেগে উঠল রেয়াল মাদ্রিদ। বিরতির পর নিজেদের মেলে ধরলেন ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপে। তাদের নৈপুণ্যে লা লিগায় জয়ে ফিরল শাবি আলোন্সোর দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ৩-১ গোলে জিতেছে রেয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ভিয়ারেয়াল ব্যবধান কমানোর পর শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারেয়াল। গোল করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় রেয়াল, এর সাতটি ছিল লক্ষ্যে। ভিয়ারেয়ালের ৯ শটের দুটি ছিল লক্ষ্যে। ঘরের মাঠে সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় রেয়াল। ডি বক্সের ভেতর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আর্দা গিলের। ২০তম মিনিটে কিলিয়ান এমবাপের...