ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. খোকন মিয়া (৪০) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৪ অক্টোবর) নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. খোকন মিয়া একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে করমা গ্রামের কছিম উদ্দিনের সঙ্গে তার ভাই প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলেদের বিরোধ শুরু হয়। বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় থানায় এরই মধ্যে তিনটি মামলা হয়। স্থানীয়ভাবে দুই পরিবারের বিরোধ মেটাতে কয়েক দফা উদ্যোগ নেওয়া...