জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি ইস্যুতে বড় রাজনৈতিক দলগুলোর অবস্থানে খুব একটা পরিবর্তন আসেনি। এখনো মুখোমুখি অবস্থানে। সনদের ৮৪টি ধারার প্রায় সবকটির সঙ্গে দলগুলো একমত। তবে বিএনপি চায় পরবর্তী নির্বাচিত সরকার সনদ বাস্তবায়ন করবে। আর জামায়াত ও এনসিপি চায় নির্বাচনের আগেই বাস্তবায়ন। এ অবস্থায় সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ দলগুলোর চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। আর এ বৈঠকের প্রস্তুতি হিসাবে ঐকমত্য কমিশন শনিবার নিজেদের মধ্যে একটি সভা করেছে। কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভার তথ্য জানানো হয়েছে। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। কমিশন সূত্র জানায়, আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এক্ষেত্রে...