ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আবারও পাকিস্তানকে কঠোর হুশিয়ারি দিয়েছেন। সীমান্তে সন্ত্রাসবাদে মদদ বন্ধ না করলে ইসলামাবাদকে “মানচিত্র থেকে মুছে ফেলার” হুমকি দেন তিনি। এই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে সেনাপ্রধানের হুমকিকে পাত্তা না দিয়ে পাকিস্তানি বাহিনী উল্টো ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে—এবার কি পাল্টা হামলায় নামবে ভারত? চলতি বছরের এপ্রিলেই কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক কার্যত শত্রুতার পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল্লিকে উদ্বিগ্ন করে তুলেছে ইসলামাবাদ। অপরদিকে ভারতও চীন ও রাশিয়ার সঙ্গে মিলে নিজস্ব...