যুক্তরাষ্ট্রের পার্লামেন্টেরর উচ্চকক্ষ সিনেটে ব্যয়সংক্রান্ত প্রস্তাব পাস না হওয়ায় দেশটির ফেডারেল সরকারে শাটডাউন চলছে। ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট সিনেটররা ব্যয়সংক্রান্ত বিল নিয়ে মত্যৈকে আসতে পারেনি। কিছু গুরুত্বপূর্ণ দপ্তর ছাড়া ফেডারেল সরকারের কার্যক্রমের বড় অংশই অচলাবস্থায় পড়েছে। সর্বশেষ ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আরও দুটি প্রস্তাব উচ্চকক্ষের ৬০ ভোটের বাধা অতিক্রম করতে না পারায় শাটডাউনের অবসানে কতদিন লাগবে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। দুই পক্ষই নাছোড় অবস্থানে থাকায় হোয়াইট হাউজ শুক্রবার বলেছে, শাটডাউন অব্যাহত থাকলে জরুরি সরকারি পরিষেবা চালু রাখতে তাদের ‘অপ্রিয় কাজ’ ব্যাপক ছাঁটাইয়ের পথেই হাঁটতে হবে। আদৌ এই ব্যাপক ছাঁটাইয়ের সুযোগ আছে কি না তা স্পষ্ট না হলেও হোয়াইট হাউজ এরই মধ্যে বাজেট ও ব্যবস্থাপনা-বিষয়ক দপ্তর ওএমবির সঙ্গে এ নিয়ে কথা বলা শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। সর্বশেষ...