ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের নাটকীয় গোলে লিভারপুলকে হারিয়েছে চেলসি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ৯৬তম মিনিটে ব্রাজিলিয়ান উইংগার এস্তেভাও উইলিয়ানের গোলেই ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে এনজো মায়রেসকার দল। এক সপ্তাহে এটি লিভারপুলের টানা তৃতীয় হার। লিগে ক্রিস্টাল প্যালেসের পর তাদের এই হারের সুযোগে ওয়েস্ট হ্যামকে ২–০ গোলে হারানো আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল। ম্যাচের নির্ণায়ক গোলটি আসে চেলসির বাম দিক থেকে। এনজো ফার্নান্দেজের পাসে বল পেয়ে নিখুঁত ক্রস দেন মার্ক কুকুরেয়া, আর সেটিতেই হেড করে জালের দেখা পান ব্রাজিলিয়ান তরুণ উইলিয়ান। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে কুকুরেয়া বলেন, “আমরা জানতাম সালাহ সব সময় পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত থাকে, রক্ষণে ফিরতে সে দেরি করে। কোচ বলেছিলেন, ডান দিকের জায়গাটা খালি থাকবে—ওখানেই সুযোগ তৈরি করতে।” তিনি আরও যোগ করেন, “শেষ মিনিটে আমরা...