মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে, যায়। কিন্তু কিছু সম্পর্ক থাকে নিঃশব্দে, অন্তরের গভীরে যাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। আমার জীবনে সেই সম্পর্কের নাম শিক্ষক। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক ধরনের দায়বদ্ধতা। আর সেই দায়বদ্ধতার গভীর প্রভাব আমি ছাত্র হিসেবেও পেয়েছি, আবার শিক্ষক হিসেবে নিজেও বুঝেছি। আমার জীবনে শিক্ষকদের ভূমিকা এতটাই গভীর যে, তাদের ছাড়া আমার পরিচয়টাই যেন অসম্পূর্ণ। কলেজ জীবনে আমি বিভিন্ন স্কিল কম্পিটিশনে অংশ নিতাম। প্রতিবার বিজয়ী হওয়ার পর শিক্ষকদের উৎসাহ আমার ভেতরে নতুন শক্তি জাগাত। তাদের অনুপ্রেরণাতেই আমি লিডারশিপ, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন আর পাবলিক স্পিকিং এমন নানা দক্ষতার ভেতর নিজেকে যুক্ত করতে পেরেছি। কিন্তু জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী অভিজ্ঞতাগুলোর একটি ছিল চীনে পড়াশোনার সময়। সেদিন ছিল ঈদের দিন। পরিবার থেকে দূরে থাকায় মন খারাপ ছিল ভীষণ। হঠাৎ আমার...