গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে হামাস ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। শুক্রবার হামাস প্রতিক্রিয়া জানানোর পর এ নিয়ে বিভিন্ন দেশ তাদের মত জানাচ্ছে। ভারতট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে তিনি বলেছেন, জিম্মি মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ভারত একটি টেকসই ও ন্যায়সংগত শান্তির লক্ষ্যে সব প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে যাবে। পাকিস্তানট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক সাড়াকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে এক পোস্টে লিখেছেন, এখনই যুদ্ধবিরতি হতে হবে, ফিলিস্তিনিদের দুর্ভোগের অবসান ঘটাতে হবে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মানবিক সহায়তা প্রবাহে কোনো বাধা থাকা উচিত নয়। ইসরায়েলকে অবশ্যই তার হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ...