গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার থেকে আলোকচিত্রী শহিদুল আলম জানান, আমরা এখন গাজা থেকে প্রায় ৩৭০ নটিক্যাল মাইল (৬৮৫ কিলোমিটার) দূরে আছি। স্বাভাবিক গতিতে গেলে এক দিনের মধ্যে পৌঁছানো সম্ভব, কিন্তু আমাদের ছোট সহকারী নৌযানগুলোকে রেখে যেতে চাচ্ছি না; তাই পুরো বহর একসঙ্গে রাখার কারণে যাত্রা ধীর হচ্ছে এবং হয়তো আরও সময় লাগবে। আবহাওয়া সারাক্ষণ বদলে যাচ্ছে — একবার বেশ খারাপ অবস্থার সম্মুখীন হয়েছিলাম, এখন মেঘলা কিন্তু উত্তপ্ত। আমাদের কাছে একটি ড্রোন ওয়াচ আছে, তাতে কিছুটা নজরদারি দেখা যায়, তবে সবকিছু ড্রোনে ধরা পড়ে না; চোখে যা পড়ে তা–ই দেখা যায়। অক্টোবরের ২ তারিখের দিকে একটি নেভির জাহাজ আমাদের খুব কাছে এসেছিল; পরে খোঁজ করে জানা গেছে সেটা ইসরায়েলি নাও হতে পারে, সম্ভবত তুরস্ক বা অন্য...