বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্গাপূজায় ড. মুহাম্মদ ইউনূসের মুখাবয়ব ব্যবহার করে ‘অসুর’ তৈরি করা ভারতের নিম্নরুচির পরিচায়ক। তিনি বলেন, “আমরা দেখতে পেয়েছি ভারতে ড. ইউনূসসহ কয়েকজন বিশ্বনেতার মূর্তি বানানো হয়েছে। এটি অত্যন্ত অরুচিকর ও অপসংস্কৃতির প্রকাশ। শিল্প-সংস্কৃতির দেশ ভারত এমন নিচু মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাবে—এটা কল্পনাও করা যায় না।” গতকাল অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করে বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরির নানা প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু দেশের জনগণ, দেশপ্রেমিক মানুষ, হিন্দু-মুসলমান সবাই টের পেয়েছে এসব ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে। তাই সব বাধা উপেক্ষা করে এবারের দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।” তিনি...