পায়ের নখের সমস্যার মধ্যে অন্যতম বিরক্তিকর সমস্যা হলো নখকুনি। সাধারণভাবে এটি বোঝায় পায়ের নখ চামড়ার মধ্যে প্রবেশ করলে যে ব্যথা ও সমস্যা হয়। নখকুনি শুধু ব্যথার কারণ নয়, তা থেকে ইনফেকশনও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সঠিক যত্ন না নিলে এটি জটিল আকার নিতে পারে। প্রতিদিন ১৫-২০ মিনিট পা গরম পানিতে ভিজিয়ে রাখলে নখের আশপাশ নরম হয়, ব্যথা কমে এবং ইনফেকশনের ঝুঁকি হ্রাস পায়। চাইলে পানিতে সামান্য লবণ মিশিয়ে নিতে পারেন। অ্যান্টিসেপটিক ব্যবহার:পা ভিজানোর পর ভালো করে শুকিয়ে অ্যান্টিসেপটিক ক্রিম বা আইডিন ব্যবহার করলে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। কটন বল ব্যবহার:নখ ও চামড়ার মধ্যে হালকা করে ছোট কটন বল রাখা নখকে কিছুটা সোজা রাখতে সাহায্য করে। অ্যাপল সিডার ভিনেগার:এক কাপ পানিতে ২ চা চামচ অ্যাপল...