ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫ নিয়ে উত্তেজনা চলছিলো পুরো দেশজুড়ে। তবে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে FFWS BD 2025 ক্ল্যাশ স্কোয়াড গ্র্যান্ড ফাইনাল ওয়াচ পার্টি ICCB বাতিল করা হয়েছে। গারেনা ফ্রি ফায়ারের অফিসিয়াল পেজ থেকে এক বিবৃতিতে জানায়, 'প্রিয় সারভাইভার, FFWS BD 2025 ক্ল্যাশ স্কোয়াড গ্র্যান্ড ফাইনাল ওয়াচ পার্টি ICCB, ঢাকা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ' দেড় মাসব্যাপী বাছাইপর্ব শেষে গ্র্যান্ড ফাইনালের জন্য প্রস্তুত ছিল দলগুলো। ৩ ও ৪ অক্টোবর হওয়ার কথা ছিল গ্র্যান্ড ফাইনাল। ৩ অক্টোবর ক্ল্যাশ স্কোয়াড মোডে শুরু হওয়ার কথা ছিল এই মহারণ। পুরস্কার ৬ লাখ টাকা।...