মাদরাসার সাত তলার ছাদ থেকে দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে নুসরাত জাহান মিলি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু নুসরাত বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের মৃত দুলাল সরদারের মেয়ে ও উজিরপুরের শিকারপুর মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদরাসার নাজেরা শাখার ছাত্রী ছিলো। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে মৃত শিশুর ভাই হাসান ইসলাম বলেন, গত ২৮ সেপ্টেম্বর তার বোন নুসরাত জাহানকে শিকারপুর মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদরাসার নাজেরা শাখায় ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর একটার দিকে মাদরাসা থেকে ফোন করে জানানো হয় নুসরাত মাদরাসার সাত তলার ছাদ থেকে দ্বিতীয়তলার টয়লেটের ছাদে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়েছে। প্রথমে তাকে উজিরপুর উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে...