আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পন করলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মল কমপ্লেক্সের লেভেল- ১ এর অ্যাট্রিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বসুন্ধরা সিটিতে আমি খুবই নস্টালজিক হয়ে যাই। শুরু থেকে এই মার্কেটে আমার পরিবার নিয়ে আসি। কেনাকাটা করি, খাওয়া দাওয়া করি। ২২ বছরে পদাপর্ণের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এভাবে মিলতে পেরে খুবই আনন্দ লেগেছে‘ লেভেল-১এর অ্যাট্রিয়াম থেকে বিভিন্ন তলার দর্শকের দিকে প্রীতম হাসান হাত উঁচিয়ে এ কথা বলেন। মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতার সমন্বয়ে নতুন বছরে চলার সূচনা হলো। প্রীতমের বিখ্যাত গান ভেসে আসতে থাকে হাজার কণ্ঠ থেকে। দক্ষিণ এশিয়ার বৃহৎ এই শপিং মলের বর্ষ শুরুর আয়োজনটাও ছিল শ্রেষ্ঠত্বের চাদরে...