গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অভিযোগ করেছেন, গত ২৯ আগস্ট তাঁর দলীয় কার্যালয়ের সামনে তাঁকে ‘টার্গেট করে হত্যাচেষ্টার উদ্দেশ্যে’ হামলা চালানো হয়েছিল। শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে নূর বলেন, “এটি ছিল পরিকল্পিত হামলা—বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় আক্রমণ চালানো হয়।” নূর জানান, সেদিন তাঁরা মিছিল শেষে গণঅধিকার পরিষদের কার্যালয়ে ফিরছিলেন। মিছিলের শেষ প্রান্তে থাকা কিছু কর্মীর ওপর জাতীয় পার্টির কার্যালয়ের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। “আমরা তখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই সময় পুলিশ ও সেনাসদস্যরা আমাদের কার্যালয়ের সামনে হামলা চালায়,” দাবি করেন তিনি। তাঁর ভাষায়, “বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে ভিপি নূরকে চেনে না—তবুও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কৌশলে আমার মাথা ও মুখে আঘাত করেছে। আমার নাক ফ্র্যাকচার হয়েছে,...