সীমান্ত উপজেলা টেকনাফে ‘মানব পাচারবিরোধী বিশেষ অভিযানে’ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয়জনকে আটক করেছে। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। খবর পাওয়া যায়, পাচারকারীরা মায়ানমার থেকে সমুদ্রপথে আনা কয়েকজন বিদেশি নাগরিককে ওই এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখেছে এবং সেখান থেকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অভিযান শুরু হলে পাচার চক্রের দুইজন পালিয়ে যায়। পরে বাড়িটি তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘর থেকে বাড়ির মালিক শামসুন্নাহারসহ মোট ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, শামসুন্নাহার (৩৫) শাহপরীরদ্বীপ, মিস্ত্রিপাড়া, হোসনে আরা (৩১) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, নুরুন্নিসা (৪৯) টেকনাফ শালবাগান ক্যাম্প, মোহাম্মদ ইসমাইল (৫০) বালুখালী ক্যাম্প হারুন (৩৫)...