আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের মানুষের কাছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দলের সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।তিনি বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ডে। জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী ১২ সাংগঠনিক জেলায় ৭ দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ শেষে জেলা নেতৃবৃন্দের সাথে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাশেদ প্রধান এসব কথা বলেন। জাগপার এই দলীয় মুখপাত্র বলেন, শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত। ৫ আগস্টের পর তারা বাংলাদেশ বিরোধী নানাবিধ ষড়যন্ত্রে মেতে আছে। তারা হিন্দু ধর্মাবলম্বীদের অত্যাচারের মিথ্যা গল্প তৈরি করেছে।ভারতের...