বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.) এমন এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হন, যখন ভিন্নধর্মী দর্শন মুসলিম শিক্ষা ও চিন্তার জগত বিভ্রান্তির কালো থাবায় নিমজ্জিত ছিল।সেই দুঃসময়ে উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের দিশা দেবার জন্য তার মত একজন মুজাদ্দিদ ও পথ প্রদর্শকের আবির্ভাব হওয়া খুবই জরুরি হয়ে পড়েছিল। তার মাধ্যমেই ইসলাম আগের অবস্থায় ফিরে এসেছিল। এ জন্যই তিনি ‘মুহিউদ্দীন’ তথা দ্বীনের পুনর্জীবনদানকারী উপাধিতে ভূষিত।তিনি গত শুক্রবার রাতে বড়পীর হযরত আবদুল কাদের জিলানীর (রাহ.) ওফাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ইছালে ছাওয়াব (ফাতেহায়ে ইয়াজদাহুম) মাহফিলে এসব কথা বলেন।শায়খ আবদুল হাই নদভী ফিলিস্তিন, সিরিয়া, ইরানসহ গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদি-মার্কিনীদের গভীর ষড়যন্ত্রের নীলনকশা রুখে দিতে মুসলমানদের বড়পীরের (রাহ.) আদর্শ অনুসরণ পূর্বক...