ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী অ্যাকশনএইড-ডিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিমে এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর অধ্যাপক ড. শ ম শামীম রেজা। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক আমিরুস সালাত, অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটির লীড নাজমুল আহসান, অ্যাকশনএইড বাংলাদেশের হেড অফ ফাইন্যান্স মো. রফিকুল ইসলাম এসিএ। শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সম্মানিত সভাপতি জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক রাগীব আনজুম। অনুষ্ঠানে প্রধান অতিথি...