আধুনিক শিক্ষা পদ্ধতি, মাল্টিমিডিয়া ক্লাস, অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল কনটেন্ট ব্যবহারে পিছিয়ে শিক্ষকরা দেশের শিক্ষাব্যবস্থায় রয়েছে বহুমুখী চ্যালেঞ্জ। এর মধ্যে বড় সংকট মানসম্মত শিক্ষক। পাঠদানের গুণগত মান, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া, আচরণগত উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার-সবকিছুর কেন্দ্রে শিক্ষকই অবস্থান করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক অনেক প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ ছাড়াই করছেন শিক্ষকতা। উচ্চশিক্ষা পর্যায়ে এই ঘাটতি বেশ প্রকট। দেশে বাধ্যতামূলক শিক্ষক নিয়োগ পরীক্ষা বা ধারাবাহিক প্রশিক্ষণের কোনো কাঠামো নেই। এর ফলে আধুনিক শিক্ষা পদ্ধতি, মাল্টিমিডিয়া ক্লাস, অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল কনটেন্ট ব্যবহারে শিক্ষকরা পিছিয়ে পড়ছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিবেচনায় অনেক শিক্ষক নিয়োগ পেয়েছেন। যাদের মধ্যে যোগ্যতা ও দক্ষতার ঘাটতি রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের দ্বারা যৌন হয়রানির ঘটনাও ঘটছে। আবার শিক্ষকদের বড় একটি অংশ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন।...