আগামী ১৩ থেকে ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় অংশ নিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ১২ অক্টোবর ওয়াশিংটন যাচ্ছে। প্রতিনিধি দলটি সাইড লাইনে আইএমএফের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অনুকূলে সংস্থাটির চলমান ঋণ কর্মসূচি আরও বাড়ানোর বিষয়ে জোর দেবে। পাশাপাশি বিশ্বব্যাংক থেকেও সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চাওয়া হবে। এদিকে বাংলাদেশের অনুকূলে আইএমএফের চলমান ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করার বিষয়ে সংস্থাটির একটি প্রতিনিধি দল আগামী ২৯ অক্টোবর ঢাকায় আসছে। তারা দুই সপ্তাহ ঢাকায় অবস্থান করে ঋণের শর্ত বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে আলোচনা করবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার ও বিদ্যমান...