মনোনয়ন দ্বন্দ্বে প্রকাশ্যে বিষোদ্গার আর কাদা ছোড়াছুড়িতে মেতেছেন বরিশালের বিএনপি নেতারা। শুধু সভা-সমাবেশে নয়, পত্রিকায় বিবৃতি দিয়েও চলছে একে অপরের চরিত্র হনন। বিষয়টি নিয়ে একদিকে যেমন চলছে আলোচনা-সমালোচনা, তেমনি বিব্রত দলের মাঠপর্যায়ের কর্মী-সমর্থকরা। নিজেরাই নিজেদের বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাস আর ফ্যাসিস্ট তোষণের অভিযোগ তোলায় ক্ষতির মুখে পড়ছে ধানের শীষ-এমনটাও বলছেন অনেকে। পরস্পরের বিরুদ্ধে তোলা এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও নির্বাচনে যে এসবের নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে হবে তা অস্বীকার করেননি দলটির নেতারা। বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ে আছেন হাফ ডজনেরও বেশি নেতা। যদিও সাক্ষাতের জন্য এখন পর্যন্ত কেন্দ্রের ডাক পেয়েছেন ৩ জন। তারা হলেন-চেয়ারপারসনের উপদেষ্টা পাঁচবারের সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ ও মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। এছাড়া মনোনয়ন চাইছেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক...