বিক্ষোভ-বিদ্রোহ, স্বাধীনতার আকাঙ্ক্ষায় আত্মবিশ্বাসী কবি কখনো প্রত্যক্ষ উচ্চারণে, কখনো রূপকের অন্তরালে আক্রমণ করেছেন সাম্রাজ্যবাদী শক্তিকে। আমাদের মুক্তিযুদ্ধের সময় দেশবাসীকে স্বাধীনতা, দেশপ্রেম ও বিপ্লবের চেতনায় উজ্জীবিত করতে তিনি রচনা করেছেন অসংখ্য গান ও সাহিত্য। একজন শব্দসচেতন, সমাজসচেতন সংগ্রামী কবি সিকানদার আবু জাফর। বক্তব্যে স্পষ্টভাষী আর মেজাজে বলিষ্ঠ হওয়ার পক্ষপাতী ছিলেন তিনি। কোনো নির্দিষ্ট গতিতে বা ছকে বাঁধা পড়ে থাকেননি। তিনি তার কাব্যের মূল সুর খুঁজেছেন সমাজ সংঘাতের দুঃখবেদনার মধ্যে। তার সময়ের অন্যায়কে প্রকাশ করেছেন কবিতায়। কবির বাড়িটি পড়ে আছে অযত্ন আর অবহেলায়, কয়েকটি ঘর ছাউনিবিহীন পড়ে আছে, বাড়ির আঙিনায় দর্শনার্থীদের জন্য নেই কোনো টয়লেট বা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। নেই কোনো বিশ্রামাগার। কবির লেখা সব বই নেই তার নিজ বাড়ি কিংবা পরিবারের কাছে। সিকানদার আবু জাফরের গল্প, উপন্যাস এবং প্রবন্ধ-নিবন্ধ, সম্পাদকীয়...