বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে নেতিবাচক রাজনীতি পরিহার করতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে ইতিবাচক রাজনীতির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। শনিবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের পশ্চিমাঞ্চলের ওয়ার্ডসমূহের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। কিন্তু উন্নয়ন নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। তিনি বলেন, ভালো কিছু করতে হলে, যারা ভালো কিছু করতে চায়, তাদেরকে সমর্থন করতে হবে, তাদেরকে ভালো কাজ করার সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, বিএনপি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতির গতানুগতিক ধারা পাল্টাতে চায়। গণঅভ্যুত্থানকে শুধু ক্ষমতার হাতবদল নয়, রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে চায় বিএনপি।...