এশিয়া কাপে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে পাকিস্তান। ফাইনালে লড়াই করেও জিততে পারেনি। তবে দেশে ফেরার পর দলীয় ওপেনার সাহিবজাদা ফারহানকে বীরের সম্মান জানিয়েছেন স্থানীয়রা। শনিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা গেছে, খাইবার পাখতুনখোয়ার চারসদ্দা গ্রামে নিজের বাড়িতে ফিরে গেছেন ফারহান। গ্রামের মানুষ গলায় ফুলের মালা পরিয়ে ও হাতে ব্যাট তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানান। ব্যাটে সাঁটা ছিল তার আলোচিত উচ্ছ্বাসের প্রতীকী স্টিকার- ‘গান মোড’। সমালোচনা থাকলেও দেশে ফিরে নিজের এলাকায় ফারহানকে ঘিরে ছিল উৎসবের আমেজ। কালো টি-শার্ট পরা ফারহান হাসিমুখে স্থানীয়দের শুভেচ্ছা গ্রহণ করেন। তার বাড়ির সামনে ভিড় করে আসেন অসংখ্য ভক্ত। পুরো আসরে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ছিলেন ফারহান। সাত ম্যাচে করেছেন ২১৭ রান, যার মধ্যে দুটি অর্ধশতকই এসেছে ভারতের বিপক্ষে। সুপার...