খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, সারাদেশে ২৫৬ জনকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক পর্যায়ে মনোনীত করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম আগামীতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামীর নির্বাচনে লড়াই হবে বাতিলের বিপক্ষে ইসলামের। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন ও তার আলোকে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ৬ দফা দাবিতে ২৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। শুরুতেই তিনি ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ ভাঙতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌবহরে ইসরাইলি বাহিনীর হামলা ও কয়েকশ’ মানবাধিকার কর্মীকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে অন্যায়ভাবে আটক...