ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দুই সহযোগির সহায়তায় ১৯ বছর বয়সের এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেছে উপজেলা যুবলীগের সভাপতির ছেলে আব্দুল্লাহ সরদার। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর ইসলাম জানান, আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি ও তার অপর সহযোগিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। মামলার এজাহারে জানা গেছে, আগৈলঝাড়ায় উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধূকে (১৯) দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (২০)। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুল্লাহ ও তার দুই সহযোগি গৃহবধূর ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে...