গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। গ্রেফতার আলফু কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পুলিশ জানিয়েছে, সম্প্রতি সাদাপাথর ও রেলওয়ে বাঙ্কার এলাকায় পাথর লুটসহ বিভিন্ন স্থানে বেআইনি বালু উত্তোলনের ঘটনায় দায়ের করা চার মামলায় কাজী আব্দুল অদুদ আলফু মিয়া শীর্ষ আসামির তালিকায় ছিলেন। আরও পড়ুনহট্টগোল-হাতাহাতিতে হেফাজত ইসলামের কাউন্সিল স্থগিতখাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সময়ে আলফু চেয়ারম্যানসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা রাতের আঁধারে অবৈধভাবে পাথর ও বালু লুট করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেট অঞ্চলের কোয়ারিগুলোর নিয়ন্ত্রণ নেন বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা। তাদের সঙ্গেও...