জিনসের প্যান্টে থাকা ছোট্ট পকেটটার ইতিহাস যেমন অনেকের অজানা, তেমনি স্যুট জ্যাকেট বা কোটের হাতায় থাকা বাড়তি বোতামগুলোরও রয়েছে বিশেষ তাৎপর্য। আকারে ছোট হওয়ায় জিনসের সেই পকেটকে অনেকেই অকার্যকর মনে করেন। কিন্তু উনবিংশ শতকে এটি ব্যবহার হতো পকেট ঘড়ি রাখার জন্য। কৃষক ও শ্রমিকরা মাঠে কাজ করার সময় কোট পরতে পারতেন না, তাই জিনসেই যুক্ত করা হয়েছিল ঘড়ি রাখার জায়গা। একইভাবে কোটের হাতার বাড়তি বোতামও একসময় ছিল কার্যকর। ইতিহাস বলছে, চিকিৎসকরা যখন আধুনিক মেডিকেল পোশাক ব্যবহার করতেন না, তখন স্যুট পরে রোগী দেখতেন। হাত ধোয়া বা পরিষ্কার করার জন্য আস্তিন গুটিয়ে নিতে হতো। এজন্য কোটের হাতায় বোতাম রাখা হয়েছিল, যা খোলা যেত এবং সহজে হাত পরিষ্কার করা সম্ভব হতো। এ কারণে এই বোতামগুলো পরিচিত ‘সার্জনস কাফ’ নামে। ধারণা করা হয়,...