ভাষাসংগ্রামী, রবীন্দ্র–গবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিক মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন ও সমালোচনার জবাব দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। ফারুকী জানান, তাঁর এক বন্ধুর লেখায় তিনি দেখেছেন— কেনো শিল্পী-সাহিত্যিকদের মৃত্যুর পরেই উদযাপন করা হয়, জীবিত অবস্থায় কেন নয়— এমন প্রশ্ন তোলা হয়েছে। এই প্রশ্নকে ফারুকী “ভ্যালিড” আখ্যা দিলেও ব্যাখ্যা দেন যে, সরকার এবং তিনি নিজে আহমদ রফিকের জীবিত অবস্থাতেই যোগাযোগ রেখেছিলেন ও তাঁকে নিয়ে কাজের পরিকল্পনা করেছিলেন। ফারুকী লিখেছেন, “আমাদের একটা বড় পরিকল্পনা হচ্ছে বাংলাদেশি কিংবদন্তীদের জীবন ও কাজ সেলিব্রেট করা। শিল্পকলা একাডেমি এ নিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করছে। আমরা চাই, এসব অনুষ্ঠান যেন বোরিং বা অপ্রাসঙ্গিক...