বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বলি, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছাড়া কোনো নির্বাচন হবে না। যেনতেন নির্বাচন আয়োজনের চেষ্টা করলে চরম ভুল করবেন। শনিবার (৪ অক্টোবর) বাদ আসর শশীভূষণ বাজারে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মাওলানা মোস্তফা কামাল আরও বলেন, দেশের মানুষ তাদের ভোটের নিরাপত্তার জন্য পিআর (প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়। জাতীয় পার্টিসহ ১৪ দল আওয়ামী লীগের অংশীদার, তারা বিরোধী দল ছিল, একই সাথে মন্ত্রীত্ব নিয়ে আওয়ামী লীগ সরকারের অংশীদার ছিল। আওয়ামী লীগের মতো তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। জামায়াতে ইসলামী শশীভূষণ...