আগামী বছর পাকিস্তানের নাঙ্গা পর্বত আরোহণ করতে চান এভারেস্ট জয়ী বাংলাদেশী ডা. বাবর আলী। মানাসলু জয়ের পর দেশে ফিরে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তার সঙ্গে ছিলেন মানাসলু অভিযানের সঙ্গী তানভীর আহমেদ। গত ২৬ অক্টোবর ভোরে নেপালের মানাসলু পর্বতে আরোহণ করেন দুই বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী এবং তানভীর আহমেদ।সাংবাদিকদের বাবর আলী বলেন, প্রিপারেশন ভালো ছিল তাই মানাসলু পর্বতারোহণ করা সম্ভব হয়েছে। সাধারণত আট হাজার মিটার পর্বতে সামিট পুশের জন্য রাতে বের হতে হয়। কারণ রাতে আবহাওয়া স্থিতিশীল থাকে। পর্বতে দুপুর ১২টার পর আবহাওয়া খারাপ হতে থাকে। আমরা ১১টা ৪০ এ রওনা দিয়ে তানভীর ভাই সাড়ে ৩টায় পৌঁছায়। আমি অক্সিজেন ব্যবহার করছিলাম না। আমি পৌঁছাই সাড়ে ৪টার দিকে। তারপরও প্রত্যাশার অনেক আগেই আরোহণ করতে পেরেছি।...