দেশের শীর্ষ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হ্যাকারদের কবলে পড়েছে। শুক্রবার ভোরে ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করে নিয়ন্ত্রণ নেয় একটি হ্যাকার গ্রুপ। এরপর পেজের প্রোফাইল ছবি ও কভার ফটো পরিবর্তন করে একাধিক হুমকিসূচক বার্তা ও দাবি প্রকাশ করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহক ও ব্যাংক সংশ্লিষ্টদের মধ্যে। হ্যাকার গ্রুপ ‘টিম এমএস 470 এক্স’ নিজেদের এই সাইবার হামলার দায় স্বীকার করে পেজে পোস্টে জানায়— “ব্যাংক কর্তৃপক্ষের অন্যায় ও অনৈতিক আচরণের প্রতিবাদে এবং হাজারো কর্মীর ভবিষ্যৎ রক্ষার দাবিতে এই পদক্ষেপ।” তারা আরও হুঁশিয়ারি দেয়, ব্যাংকের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বড় আক্রমণ চালানো হবে যদি কর্তৃপক্ষ সাম্প্রতিক ছাঁটাই সিদ্ধান্ত প্রত্যাহার না করে। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই আইটি বিভাগ ব্যবস্থা নিচ্ছে। তবে কিছুক্ষণের...