বছরের এই সময়ে ডিম ছাড়ার জন্য মা ইলিশ সাগর থেকে নদীতে আসে। ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসব সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।ফলে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তগুলোতে এখন সুনসান নীরবতা। তবে ব্যবসায়ীরা বলছেন অবিক্রিত ও সংরক্ষিত ইলিশ বিক্রি হবে গোপনে। শনিবার (৪ অক্টোবর) শহরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, আড়তগুলোর সামনে কোনো লোকসমাগম নেই। শ্রমিকরা আড়তের প্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। আড়তগুলো ঘুরে দেখা গেছে- অনেক ব্যবসায়ী তাদের বিগত দিনের হিসাব সংরক্ষণের কাজ করছেন। এসব আড়তগুলোতে প্রতিদিন ১শ থেকে দেড়শ মণ ইলিশ বিক্রি হয়েছে। নৌ ও সড়ক পথে দক্ষিণাঞ্চল থেকে এসেছে ইলিশ। আড়তে স্তূপ করে হাঁকডাক দিয়ে বিক্রি হয়েছে। কিন্তু বর্তমানের চিত্র ভিন্ন।...