নাটোরে জজ কোর্টের আইনজীবী, আইকর উপদেষ্টা ও জেলা হিন্দু মহাজোটের সভাপতি ভাস্কর বাগচির (৪৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৪ অক্টোবর) দিনগত রাতে শহরের লালবাজার এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।পরে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ৮টার দিকে শহরের লালবাজারে নিজ বাসার সিঁড়ির নিচে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন সহকর্মীসহ...