এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—এ্যাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। শনিবার রাতে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ সদস্যের আংশিক কমিটি গঠন করার কথা বলা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কামরুজ্জামান কায়সারকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদাত হোসেন বিপ্লব। আংশিক কমিটিতে তিনজন যুগ্ম আহ্বায়ক হয়েছেন। এরা হলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদত হোসেন চঞ্চল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বাশার ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শফিকুল ইসলাম শফিক। সদস্য (দপ্তরের দায়িত্বে) হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জমশেদ আলম। গত ২৫ মার্চ বিএনপি রাশিদুল হাসান হারুন (আহ্বায়ক)...