নয় বছর আগে যখন নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, তখন সোয়া বছরের মধ্যে সব নাগরিককে এ কার্ড দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল। সেই সময় শেষ হওয়ার পর আরও পৌনে আট বছর কেটে গেছে, তবু সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইসি। কবে নাগাদ সবার হাতে এ স্মার্ট কার্ড তুলে দেওয়া সম্ভব হবে, তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না সাংবিধানিক সংস্থাটি। এর মধ্যে দীর্ঘ সময় ‘ব্ল্যাংক’ কার্ডের সরবরাহ না থাকায় স্মার্ট কার্ড বিতরণে ধীর গতি এসেছে। এখন এ কাজে গতি আনতে ২ কোটি ৩৬ লাখের বেশি ‘ব্ল্যাংক’ কার্ড কেনার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসি। চলতি মাসে এসব কার্ডের গুণগত মান যাচাইয়ে প্রি-শিপমেন্ট ইন্সপেকশনে ফ্রান্সে গেছেন একজন নির্বাচন কমিশনার এবং প্রকল্প পরিচালক। সব ঠিক থাকলে অক্টোবর থেকে প্রতি...