ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা মুভমেন্ট ডিসঅর্ডার এমন একটি অবস্থা, যেখানে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে ব্যর্থ হয়, যা ব্যক্তির জীবনের গুণগত মানকে নষ্ট করে দেয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। অ্যাটাক্সিয়া : শরীরের ভারসাম্য এবং সমন্বয়ের অভাব, যা হাঁটা বা দাঁড়ানোর সময় সমস্যা সৃষ্টি করে। রাইটারস ক্যাম্প : লেখার সময় হাতের পেশিতে টান বা ব্যথা, যা পেশাগত জীবনে জটিলতা তৈরি করে। ওরোম্যান্ডিবুলার ডিসটোনিয়া : মুখ ও চোয়ালের অস্বাভাবিক সংকোচন, যা খাওয়া-দাওয়া বা কথা বলার সমস্যা সৃষ্টি করে। সাইকোজেনিক মুভমেন্ট ডিসঅর্ডার : মানসিক চাপ বা উদ্বেগের কারণে শরীরের অস্বাভাবিক নড়াচড়া। গেইট ডিসঅর্ডার : হাঁটার ধরনে অস্বাভাবিকতা, যা পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। ড্রাগ-প্ররোচিত মুভমেন্ট ডিসঅর্ডার : কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে শরীরের নড়াচড়ায় অস্বাভাবিকতা। কোরিয়া এবং মাইকোলোনাস : শরীরের...