জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ না হওয়া আলোচনা আবার শুরু হবে রোববার। এ সভায় কী নিয়ে আলোচনা হবে সেটির সূচি চূড়ান্ত করেছে কমিশন। শনিবার নিজেদের মধ্যে বৈঠক করে সেগুলো চূড়ান্ত করেছে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। এতে বলা হয়, জুলাই জাতীয় সনদ ২০২৫ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছে ঐকমত্য কমিশন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের আলোচনা করে ঐকমত্য কমিশন। সেই আলোচনার ধারাবাহিকতায় রোববার আবার দলগুলোর সঙ্গে বসবে কমিশন। এর আগে শনিবার জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ের সভাকক্ষে দলগুলোর সঙ্গে বৈঠক করার প্রস্তুতি হিসেবে নিজেদের মধ্যে আলোচনা করেন কমিশনের সদস্যরা। সভায় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে এর আগে বিশেষজ্ঞদের দেওয়া মতামত...