০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার প্রথম দিনেই বরিশালের কির্তনখোলা নদীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। এ উপলক্ষে গতকাল শনিবার নদীতে একটি নৌ র্যালিরও আয়োজন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন, নৌ পুলিশের বরিশাল অঞ্চলের এসপি এস.এম. নাজমুল হকসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও নৌ পুলিশও যৌথভাবে অভিযানে অংশ নেয়। সংক্ষিপ্ত আলোচনায় জানানো হয়, মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৫৪টি টিম সার্বক্ষণিকভাবে কাজ করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনী বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে কড়া নজরদারি চালাবে।...