০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম দেশে এখন সব কিছুই চলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনকে কেন্দ্র করে। বিতর্ক এড়িয়ে দলনিরপেক্ষ প্রশাসন সাজানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকীকরণ, বিপর্যয়ের মুখ থেকে অর্থনীতিকে গতিশীল করা, খাদের কিনার থেকে ব্যাংকিং সেক্টকে টেনে তোলা, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ, নির্বাচন কমিশনের ভোট গ্রহণের প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে দল গোছানো, প্রার্থী বাছাই, প্রার্থীর খসড়া তালিকা প্রকাশÑ সব কিছু চলছে নির্বাচন ঘিরে। বিদেশি রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, বিদেশি মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঢাকা সফরে এলে তাদের অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে ব্রিফিং দেয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরে দীর্ঘ ১৫ দিন পর এবং পূজার ছুটিসহ সাপ্তাহিক ছুটির চারদিন বন্ধ থাকার পর আজ কর্মদিবস শুরু হচ্ছে। পর্যায়ক্রমে নির্বাচনকে...