০৫ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম কুষ্টিয়া-ঝিনাদহ মহাসড়ক হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের একমাত্র পথ। তবে এ রাস্তার বেহাল দশায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। বিশেষ করে লক্ষ্মীপুর বাজার থেকে শেখাপড়া বাজার পর্যন্ত ৫ কি.মি মহাসড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। যেখানে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে। এখানে সলামী বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত, যেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। রাস্তায় বড় গর্ত, গতি নিয়ন্ত্রণ দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ বাস স্টপেজে স্পিড ব্র্যাকার না থাকায় ঝুঁকি বাড়ছে। বৃষ্টির হলে গর্তে পানি জমে থাকায় সড়কে প্রায়শই যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হয়। সড়ক দুর্ঘটনা এড়াতে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও সাড়া পাওয়া যাচ্ছে না। অতএব, জনজীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানবাহন চলাচল নির্বিঘœ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর...