০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম নতুন তিনটি গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। ইতোমধ্যে গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে। দুটি গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। গান দুটির শিরোনাম ‘আমি ভালো আছি’ ও ‘আকাশ উপুড়’। বৃষ্টি নিয়ে গেয়েছেন আরেকটি গান। ফাহমিদা নবী জানিয়েছেন, শিঘ্রই একে একে গানগুলো প্রকাশ করা হবে ইউটিউবে। ‘আমি ভালো আছি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন ফাহমিদা নবী নিজে। গানটি লিখেছেন ইলা মজিদ। আকাশ উপুড় গানটি সুর করেছেন সচ্ছল কাজী। লিখেছেন হাসান মাসুক। বৃষ্টির গানটি লিখেছেন সোহেল আলম, সুর করেছেন শেখ মোহাম্মদ রাজন। ফাহমিদা নবী বলেন, নতুন তিনটি গানেরই কথা বেশ সুন্দর আর কাব্যিক। তাই একটি গান আমি নিজেই সুর করেছি। বাকি দুটি গান অন্যের সুরে করা। ঢাকার অদূরে স্বপ্ন...